এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ৩০ ডিসেম্বর বিকেল ৪টা ২০মিনিটে মাধবপুর থানাধীন ০৬নং শাহজাহানপুর ইউপির অন্তর্গত তেলিয়াপাড়া রেলষ্টেশনের উত্তর পার্শ্বে, তেলিয়াপাড়া সাকিনস্থ রুহিত কৈরী এর বাড়ির উত্তরে জনৈক জয় নারায়ন কৈরী এর ডুবায়, অজ্ঞাতনামা পুরুষ (বয়স অনুমান ৩২ বছর) এর অর্ধগলিত পচনশীল লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়।
লাশের গায়ে চেক শার্ট ও নরমাল ফুল প্যান্ট পরিহিত ছিল। স্থানীয় লোকজন কেহ লাশটি সনাক্ত করতে পারে নাই।
কেহ লাশটি সনাক্ত করতে পারেন কিংবা এইরূপ কেহ মিসিং থাকলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইলো।
এস আই/ সাব্বির হোসেন-
০১৬৮২ ৯৭৪৯১৭
ইন্সপেক্টর জনাব মজিবুর রহমান- ০১৭১২০২৫৬৯৫
ডিউটি অফিসার মাধবপুর থানা-০১৩২০ ১১৮৮১০
সূত্র- মাধবপুর থানা(এফবিআই)।