স্টাফ রিপোর্টারঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ মঙ্গলবার (৭ই ডিসেম্বর) মুরাদ হাসান তার কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে গনমাধ্যমকে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রী ইমেইলে পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র মন্ত্রীপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।’
আজকের মধ্যে মুরাদ হাসানকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে গতকাল নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্য মূলক বক্তব্য দেওয়ায় তাকে এ নির্দেশ দেওয়া হয়।