নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকেঃ ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ নাজির মিয়া ও তার সহধর্মিণী বীরমুক্তিযোদ্ধা কন্যা রোমা আক্তারের উদ্যোগে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই ) সকাল হতে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরে নিজ বাড়ি ও উপজেলার ১৩ ইউনিয়নের ৭শ’ জন দুস্থ পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণকালে আলহাজ্ব মোঃ নাজির মিয়া বলেন, প্রতিবছরের ন্যায় এবারও আমি ও আমার পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করছি। আমার পরিবার ও আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকার জন্য।নাসিরনগরের সর্বস্তরের মানুষের পাশে সবসময় আছি।
বীর মুক্তিযোদ্ধা কন্যা ও নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী রোমা আক্তার বলেন,আমার বাবা অবঃ লেফটেন্যান্ট, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম নূর ছিলেন একজন বীরমুক্তিযোদ্ধা। আজীবন তিনি আওয়ামীলীগের আদর্শ বুকে ধারন করে নাসিরনগরবাসিকে ভালোবেসেছিলেন। বাবার মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আওয়ামীলীগকে ভালোবেসে কাজ করে যাচ্ছি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদপ্রার্থী হয়েছি।
ঈদ উপহার বিতরন কালে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হরিপদ ভৌমিক,সাবেক চেয়ারম্যান শেখ মোঃ আব্দুল আহাদ,উপজেলা কৃষকলীগের সদস্য সচিব মোঃ নূরে আলম,প্রবীন আ. লীগ নেতা এম এ কাশেম,সাবেক ছাত্রলীগ নেতা গোলাম মোহাম্মদ তারেক,সাবেক ছাত্রলীগ সভাপতি এডভোকেট মিজানুল হক, আনোয়ার হোসাইন,আতিক রেজা, জেরিন আক্তার, দিয়ারিশ মিয়া, মোঃ রুবেল, বিধান মিয়া সহ আ. লীগ,যুবলীগ,কৃষকলীগ,সেচ্ছাসেবক লীগ ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীগণ।