অসহায় বন্যার্তদের মাঝে হবিগঞ্জ পুলিশ সুপার এর ত্রান সামগ্রী বিতরণ”

0
149

হবিগঞ্জ প্রতিনিধিঃ সাম্প্রতিক বন্যায় বিপর্যস্ত হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুন) হবিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি’র নেতৃত্বে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ এর সহযোগীতায় নবীগঞ্জ উপজেলাধীন পৌরসভা এলাকার ও ০৭ নং করগাঁও ইউনিয়নের বাতিশেরপুর এলাকার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রায় ৫০০ জন বন্যা দূর্গতদের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।

বন্যা মোকাবেলা ও প্রাকৃতিক দূর্যোগকালীন আইনশৃঙ্খলা রক্ষায় অত্র জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি’র নেতৃত্বে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে জেলা পুলিশ, হবিগঞ্জ ।

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ ডালিম আহমেদ, অফিসার ইনচার্জ, নবীগঞ্জ থানা, হবিগঞ্জ সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here