বিনোদন ডেস্কঃ অঝপড়া গায়ে যার জন্ম। যার কিনা নুন আনতে পান্তা ফুরানোই দৈনিকের কাজ। নেই কোন প্রশিক্ষণও, তারপরও মনে হচ্ছে না অপ্রশিক্ষণ প্রাপ্ত। বলছিলাম তারই কথা, সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর উপজেলার নোয়াপাড়া বেঙ্গাডোবা গ্রামে যার জন্ম।
কাসেম শহীদ হইলরে কারবালার প্রান্তরে,,,
জারিগানে অসাধারণ অভিনয় করলেন সেলিম।
কন্ঠ শিল্পী শরীফ উদ্দিনের কন্ঠে গাওয়া জারি
গানে অসাধারণ অভিনয় করলেন, সিলেট বিভাগের হবিগঞ্জ
জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউপি’র বেঙ্গাডোবা গ্রামের মোঃ সেলিম মিয়া।
কাসেম শহীদ হইলরে কারবালার প্রান্তরে,,, জারিগানের অভিনয়টি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই, লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাবেন। এমনটাই মততামত প্রকাশ করলেন সেলিম।