আলিফ আরিফা হক, কাপাসিয়া (গাজীপুর) থেকেঃ গাজীপুর কাপাসিয়ায় শুক্রবার রাত আনুমানিক ৮টার সময় আমেরিকান প্রবাসীর বাড়িতে ডাকাতি ঘটেছে।
উপজেলা চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের আমেরিকান প্রবাসী সবুজ মাহমুদের বাড়িতে ঘটেছে এ ডাকাতির ঘটনা। জানা যায়, আমেরিকান প্রবাসী সবুজ মাহমুদের বাড়িতে রাত ৮ টায় পিস্তলসহ ৭ থেকে ৮ জনের একটি দল বাড়িতে ঢুকে অস্ত্র মুখে জিম্মি করে ২৫ ভরি স্বর্ণ, ৫০০ ইউএস ডলার এবং নগদ ৩ লাখ টাকাসহ ঘরের মূল্যবান জিনিস পত্র নিয়ে যায়। এই ডাকাতির ফলে প্রবাসী সবুজ মাহমুদের ক্ষতি সাধিত হয়েছে প্রায় ২২ লক্ষ টাকার।
ডাকাদের প্রত্যেকের হাতে ছিল অস্ত্র এবং তাদের মুখ ছিল কালো কাপড়ে বাঁধা। ডাকাতরা বাসায় ঢুকে রাত ৮ থেকে সাড়ে ৮ টার মধ্যে মালামাল লুট করে বাসায় তালা লাগিয়ে চলে যায়। ৯৯৯ ফোন দেওয়ার পর কাপাসিয়া থানার এস আই নাহিদ হাসান খানের নেতৃত্ব একটি পুলিশ টিম গেইটের তালা ভেঙ্গে তাদেরকে উদ্ধার করেছেন।
এ ব্যাপারে কাপাসিয়া থানার উপ-পরিদর্শক নাহিদ হাসান খান জানান, প্রাথমিক ভাবে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।