এম এ কাদেরঃ ব্রাহ্মণ্যবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলার অন্তরগত শতাব্দীর ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ হতে প্রতি বছরের ন্যায় এবারও একঝাঁক নবীপ্রেমী তরিকত পন্থী মুরিদান আশেকান ভক্তবৃন্দদের নিয়ে আগামী ১০ই নভেম্বর যাত্রা করবেন মুছাপুরের সভায়।
এই বিষয় দরবার শরীফের পীর সাহেব বলেন, নাহমাদুহু ওয়া নুছাল্লি আলা রাসুলিহিল কারিম বছর ঘুরে আবারও সময় হয়ে এসেছে মুছাপুর সফরের। প্রতি বছরের ন্যায় এবছরও শতাব্দীর ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার থেকে আগামী ১০ই নভেম্বর মুছাপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। আগ্রহী যাত্রীগণ অতিদ্রুত দরবারের অফিসে যোগাযোগ করে নিজের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হলো।
বিঃ দ্রঃ – নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করেও নিজের নাম অন্তর্ভুক্ত করতে পারেন।
০১৭১৯-৩৪১৭৭১
অনুরোধক্রমে
পীর সাহেব ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফ।