আতিক আজিজ’র কবিতা — সংলাপ

0
126

কবিতা ও প্রকৃতি প্রেমিক, শিক্ষানুরাগী নুসরাত চৌধুরীকে নিবেদিত

ঝর্ণা বলে উঠলো প্রাচীন শিলামূর্তি
অগ্নিগিরির মত উত্থিত হলো প্রশ্ন
— সবচেয়ে দূর্গম কি?
গভীর অরণ্য বললো, অনাব্য নদী বললো
—- মন
প্রশ্ন উত্থিত হলো
— সবচেয়ে হিংস্র কি?
সর্বনাসী বন্যা বললো, মাঠফাঁটা রৌদ্র বললো
ফসল বিনাসী পতঙ্গ বললো
— স্বার্থ
প্রশ্ন উত্থিত হলো
সবচেয়ে অস্থির কি?
বনের ভীত হরিণ বললো
শিকারীর চোখে বেদনা বললো
— সংশয়
প্রশ্ন উত্থিত হলো
— সবচেয়ে কঠিন কি?
বিনাশী বজ্র বললো, কঠিন পাথর বললো
সুউচ্চ শৃঙ্গ বললো
— মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here