আমতলীতে ঈদ পণ্য সামগ্রী পেল দেড় শতাধিক অসহায় ও দুঃস্ত পরিবার

0
156

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) থেকেঃ বরগুনার আমতলীতে কাঁশবন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (কেডিএফ) নামে একটি বেসরকারী সংস্থার উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দুঃস্ত পরিবারের মাঝে ঈদ পণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ৩০শে এপ্রিল কেওয়াবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ওই সংস্থার নির্বাহী পরিচালক আসলাম শাওনের সভাপতিত্বে ঈদ পণ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুয়ারীপাড়া সরকারী কলেজ ঢাকা সহকারী অধ্যাপক (বাংলা) মোঃ নাসির মাহমুদ, মালয়েশিয়া প্রবাসী মোঃ আবু হানিফ, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক হায়াতুজ্জামান মিরাজসহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতি বছরের ন্যায় এ বছরও কেওয়াবুনিয়া গ্রামের দেড় শতাধিক অসহায় ও দুঃস্ত পুরুষ ও মহিলাদের মাঝে ঈদ পণ্য সেমাই, চিনি, গুড়া দুধ ও সাবান বিতরণ করা হয়। পরে উত্তর কেওয়াবুনিয়া নেছারিয়া হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং ও মাদ্রাসায় ১০ জেল কোরআন শরীফ বিতরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here