আর কটাদিন সবুর করো মাগো
শামীম জাহাঙ্গীর
যতটুকু অশ্রু তোমার ঝরছে মাগো
তার প্রতি বিন্দুর হিসাব তুলে রাখো,
তোমার ছেলে যৌবনে পা দিলেই
কড়ায় গন্ডায় হিসাব নিবেই দেখো।
যতটুকু দুঃখ মাগো তোমার পিছু নেয়,
কিংবা তোমায় বারেবারে শ্রান্ত করে দেয়,
দয়া করে তাদের তুমি একটু চিনে রাখো,
তোমার ছেলে যৌবনে পা দিলেই
কড়ায় গন্ডায় হিসাব নিবেই দেখো।
আর কটাদিন সবুর করো মাগো
ঘুমাক তোমার শান্ত সুবোধ ছেলে,
তোমার ছেলে যৌবনে পা দিলেই
প্রতিবাদে দেখবে কেমন জ্বলে।
লেখকঃ শামীম জাহাঙ্গীর, ময়মনসিংহের কৃতি সন্তানের লেখা।