আলীকদমে বিজিবি’র অভিযানে কোটি টাকার চোরাচালানকৃত গরু আটক 

0
104

ইসমাইলুল করিম, লামা বান্দরবান ( চট্টগ্রাম) থেকেঃ বান্দরবানের আলীকদম ৫৭ বিজিবি বৃহস্পতিবার (০৫ জানুয়ারি-২৩ইং) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিছু সংখ্যক চোরাকারবারী কর্তৃক মায়ানমার হতে অবৈধভাবে চোরাচালানকৃত নিয়ে আসা ৮০টি গরু উদ্ধার করেছে আলীকদমের ৫৭ বিজিবি।

আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক এর নেতৃত্বে ৪০ জন বিজিবি সদস্য এবং ০৩ জন পুলিশ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে সকাল সাড়ে ৮টা ঘটিকায় আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের কৈয়ারছড়া পাড়া সংলগ্ন সিজঝিরি নামক স্থান থেকে ৮০টি বার্মিজ গরু আটক করে। আটককৃত গবাদি পশুর সিজার মূল্য ১ কোটি টাকা। এ ব্যাপারে আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।

বিজিবি’র সূত্র জানায়, অদ্যাবধি পর্যন্ত ১০ কোটি ৩২ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের মায়ানমার হতে চোরাচালানকৃত গবাদি পশু আটক করতে সক্ষম হয়।

এই অবৈধ চোরাচালানের ব্যাপারে আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, অত্র এলাকায় চোরাচালান কঠোর হস্তে দমন করা হবে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখার ব্যাপারে তিনি বদ্ধপরিকর বলে জানান ৫৭ বিজিবি অধিনায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here