আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে আটক ২

0
257

মোঃ শান্ত খান ঢাকা জেলা থেকে

সাভারের আশুলিয়ায় দুই নারীকে ধর্ষণের অভিযোগে দুই ধর্ষণকারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪। রোববার (২৭ ডিসেম্বর) সকালে তাদেরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৪ এর কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

র‌্যাব ৪ জানায়, গত পাঁচ মাস আগে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এর ডেন্ডাবর এলাকায় ওই নারীকে জোর পূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে হত্যার হুমকি দিয়ে চাঁন মিয়া নামের ওই যুবক তাকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই নারী চাঁন মিয়াকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এত দিন তিনি পলাতক ছিলেন। পরে রাতে পল্লীবিদ্যুৎ এর ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব ৪।

অপরদিকে আশুলিয়ার শান্তিনগর এলাকায় এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সাব্বির হোসেন নামের এক ধর্ষণকারীকে আটক করেছে র‌্যাব ৪। পরে আটক দুই ধর্ষণকারীকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই আসামি ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here