মোঃআব্দুল হান্নান,নাসিরনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়া সদর মাছিহাতা ইউনিয়নের অন্তর্গত উত্তর জগৎসার গ্রামের পশ্চিম পাড়ার হানিফ মিয়ার নাতনি শেফালী আক্তারের ৪ মাস বয়সী মেয়ে আয়েশা হার্টের ছিদ্র সহ দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। ন্যশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যাণ্ড রিসার্চ ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, তার উন্নত চিকিৎসা জরুরি। তাকে উন্নত চিকিৎসার জন্য প্রায় ৩ লক্ষ টাকার প্রয়োজন, অসহায় পিতা মাতার পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছেনা। এই অবস্থায় পরিবারের নেই উন্নত চিকিৎসা নেয়ার সামর্থ। এখন কর্মহীন হয়ে মানবেতর জীবন-যাপন করছে পরিবারটি। দরিদ্র পরিবকরের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে সমাজের দয়াবান, দানশীন, হৃদয়বান ও ধনবান ব্যক্তিদের কাছে চিকিৎসার জন্য অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন তারা। এসময় ছোট্ট শিশু আয়েশার নানি কথা বলতে গিয়ে কান্নায় ভেংগে পড়েন এবং দেশ বিদেশের সবার কাছে একটু সহানুভূতি আর্থিক সাহায্য ছেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা মা শেফালী আক্তার মোবাইল 01882851145 ( বিকাশ পারসনাল)।
- এফআইআর নিউজ
- খোলামত
- বাংলার খবর
- গ্রামবাংলা
- সারাদেশ
- চট্টগ্রাম
- জানা অজানা
- ধর্ম ও জীবন
- ভিন্ন খবর
- মানবাধিকার
- সর্বশেষ