এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর এই প্রথমবারের মতো বড় কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। বাইডেন প্রশাসন দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা অব্যাহত রাখার পরেও এই পরীক্ষা চালায় পিয়ংইয়ং। জাপান সাগরে দুইটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উত্তপ্ত এখন কোরীয় উপদ্বীপ।
ছোট পাল্লার পর উত্তর কোরিয়ার এবার দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায়- নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ আশপাশের দেশগুলো। হোয়াইট হাউজের শান্তির প্রস্তাব উপেক্ষা করেই এমন কার্যক্রম চালিয়েছে পিয়ংইয়ং, বলছে সিউল। জাপানের প্রধানমন্ত্রী নিন্দা জানিয়ে বলেছেন, সি অফ জাপান যা ইস্ট কোরিয়া সি বলেও পরিচিত।
আগামী মাসে জাপানে জো বাইডেনের সফরে বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় টোকিও।
জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেন, প্রায় এক বছর পর এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এতে জাপানসহ ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আমরা এর নিন্দা জানাই। পিয়ংইয়ংয়ের এই কার্যক্রম নিয়ে সিউল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের বৈঠক ডাকে। সপ্তাহখানেক আগেও উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। তখন অবশ্য যুক্তরাষ্ট্র কোনো প্রতিক্রিয়া জানায়নি। কারণ, নন-ব্যালেস্টিক মিসাইল পরীক্ষার উপর জাতিসংঘের কোনো নিষেধাজ্ঞা নেই।
মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন বা হোয়াইট হাউজের দৃষ্টি আকর্ষণ করতেই এমন কার্যক্রম চালাচ্ছে পিয়ংইয়ং। এতে স্বাভাবিকভাবেই বাইডেনের শান্তির প্রস্তাবে নতুন মোড় নেবে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যেই উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে দেখা গেছে জনসম্মুখে।