প্রেস বিজ্ঞপ্তিঃ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন ইউপি’তে আল-কোরআন অর্থসহকারে বুঝ পড়ার প্রশিক্ষণ সেন্টার শুভ উদ্বোধন করা হবে আগামী ২০শে মে ২০২৩ইং তারিখে।
আল-কোরআন অর্থসহ বুঝে পড়ার প্রশিক্ষণ সেন্টার। স্থানঃ ছাতিয়াইন সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
শুভ উদ্ভোধন
তারিখঃ ২০/০৫/২০২৩ইং, রোজঃ শনিবার, সময়ঃ সকাল ১০.০০ ঘটিকায়।
জনাব উক্ত অনুষ্ঠানে আপনাদেরকে দাওয়াত করা হইল। আল কোরআন অর্থসহ বুঝে পড়ার প্রশিক্ষণ শুভ উদ্ভোধন অনুষ্ঠানে আপনার উপস্থিতি কামনা করছি।
সভাপতিঃ জনাব মোঃ মিনহাজ উদ্দিন চৌধুরী (কাসেদ) চেয়ারম্যান ১০নং ছাতিয়াইন ইউ/পি।
প্রধান অতিথিঃ পীরজাদা মাওঃ মুফতী সৈয়দ মঈনুদ্দীন আহমাদ আল-হোসাইনী পীর
সাহেব, ফান্দাউক দরবার শরীফ।
বিশেষ অতিথিঃ
হাফেজ মুফাসসিরে কোরআন মাওলানা বাহাউদ্দিন সাহেব, খতিব সবুজবাগ কেন্দ্রীয় জামে মসজিদ সিলেট ।
ক্বারী মুহাদ্দেছ মাওলানাঃ কাওছার আহাম্মদ সাহেব, সুপারেন্টেন দাখিল মাদ্রাসা চিতনা।
সার্বিক সহযোগীতায়ঃ মোঃ শহিদুল ইসলাম (বাবু), সভাপতি গণজাগরণ শিক্ষা কমিঠি, ছাতিয়াইন।
নিবেদকঃ
বাস্তবায়ন কমিটি
যোগাযোগের জন্য হাফেজ উজ্জ্বল মোবাইলঃ ০১৬০১-৬২৮৩৫০ ও হাফেজ ইসতিয়াক মোবাইলঃ ০১৭৮৪-১১৪১১৫
বিঃদ্ৰঃ প্রতি সপ্তাহে একদিন শনিবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত প্রশিক্ষন চলিবে।
দেশ বিদেশের যারাই আছেন, দোয়াসহ আন্তরিক সহযোগিতা কামনা করছি ।