উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে।। বর্ধিত সভায় আ.লীগের নেতারা

0
377

মাধবপুর প্রতিনিধিঃমা ধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ সভা অণুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসাইন শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা সুকুমল রায়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম সফিক, আওয়ামীলীগ নেতা সৈয়দ গিয়াসুল হোসাইন ফারুক, জগদীশপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সৈয়দ ইমরোল হোসাইন রাসেল, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জগদীশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর শাহজাহান, জামাল সর্দার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ৫ জানুয়ারী জগদীশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার মার্কা নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ জন্য সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জগদীশপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ইমরোল হোসাইন রাসেল বলেন, আমি জনগনের সেবক হয়ে কাজ করতে চাই। আমাকে শুধুমাত্র একবার সুযোগ দিয়ে দেখেন আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। তিনি আগামী ৫ জানুয়ারীর নির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য সকলের নিকট আহ্বান জানান। অণুষ্ঠানে আওয়ামীলীগসহ, এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here