আকিকুর রহমান রুমন, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার( ৮ই আগষ্ট) সকাল দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি )ইফফাত আরা জামান উর্মি,বীর মুক্তিযোদ্ধা মঞ্জিল মিয়া,ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) অজয় চন্দ্র দেব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার,পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সুজিৎ দেব,ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া,চেয়ারম্যান আনোয়ার হোসেন, প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন মহসী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন ৭১ এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ,সব কিছুতেই আড়াল থেকে বাঙালির মুক্তির সংগ্রামে ভূমিকা রেখেছেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার অন্তর্ভুক্ত ১০ জন অসহায়,হতদরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।