এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ হাদিয়ে বাঙাল পীরে কামেলে মোকাম্মেল মাওলানা উসমান গনি খানঁ মুছাপুরী (রহঃ) ইসালে ছাওয়াব মাহফিল ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের অধীনে অনুষ্টিত হয়েছে। তা’লীম,তারবীয়াত, বয়ান,মাজার জিয়ারত, মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ্ব শাহসুফি মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হোসাইনী পীর সাহেবা ক্বিবলা। গত১৮/১১/২০২১ইংতারিখ হইতে সারারাত ব্যাপী জিকির- আযকার,মোরাকাবা- মোশাহেদা,ওয়াজ মাহফিল সহ আখেরী মোনাজাতের মাধ্যমে বাদ ফজর মাহফিলের কাজ শেষ হয়।
পীর সাহেব কিবলা দেশ,জাতী,মুসলিম বিশ্বের শান্তি,ঐক্য ও মুর্দা মুসলমানের রুহের মাগফেরাত কামনা করে সর্বশক্তিমান আল্লাহ তায়ালার নিকট মোনাজাত পরিচালনা করেন।