উসমান গনি খানঁ মুছাপুরী (রহঃ) এর ইসালে ছাওয়াব মাহফিল সম্পন্ন

0
240

এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ হাদিয়ে বাঙাল পীরে কামেলে মোকাম্মেল মাওলানা উসমান গনি খানঁ মুছাপুরী (রহঃ) ইসালে ছাওয়াব মাহফিল ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের অধীনে অনুষ্টিত হয়েছে। তা’লীম,তারবীয়াত, বয়ান,মাজার জিয়ারত, মিলাদ কিয়াম ও মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীর আলহাজ্ব শাহসুফি মাওলানা মুফতি সৈয়দ সালেহ আহমাদ মামুন আল-হোসাইনী পীর সাহেবা ক্বিবলা। গত১৮/১১/২০২১ইংতারিখ হইতে সারারাত ব্যাপী জিকির- আযকার,মোরাকাবা- মোশাহেদা,ওয়াজ মাহফিল সহ আখেরী মোনাজাতের মাধ্যমে বাদ ফজর মাহফিলের কাজ শেষ হয়।

পীর সাহেব কিবলা দেশ,জাতী,মুসলিম বিশ্বের শান্তি,ঐক্য ও মুর্দা মুসলমানের রুহের মাগফেরাত কামনা করে সর্বশক্তিমান আল্লাহ তায়ালার নিকট মোনাজাত পরিচালনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here