একঝাঁক কোরআনের পাখিদের নিয়ে “পড়শিয়া ইয়্যূথ ফাউন্ডেশনের” ইফতার আয়োজন

0
155

মোঃ শান্ত খান, ঢাকা থেকেঃ পবিত্র মাহে রমযানে ইফতারের কিছু সময় আগে কিচির মিচির শব্দে ভরে উঠেছে ধামরাইয়ের রুপনগর কুল্লার “হাজী মজিবর রহমান দারুল হিকমাহ মাদ্রাসা ও এতিমখানা” প্রাঙ্গন। তবে সেটা আকাশে উড়া পাখিদের নয় একঝাক প্রাণবন্ত কুরআনে পাখিদের উপস্থিতিতে।

সাভারের সংগঠন পড়শিয়া ইয়্যূথ ফাউন্ডেশন এর চেয়ারম্যান পড়শিয়া আফজার উদ্যোগে রুপনগর হাজী মজিবর রহমান দারুল হিকমাহ মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন পড়শিয়া ইয়্যূথ ফাউন্ডেশনের চেয়ারম্যান পড়শিয়া আফজার।

এ সময় তিনি বলেন “আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আমার স্বপ্ন পূরণ করার জন্য আমার ছোট ভাই ও বোনেরা সবসময় আমার পাশে থাকে।”

তিনি বলেন, ভবিষ্যতে সংগঠনটির বড় পরিবর্তন আনতে চান তিনি।

এ সময় সংগঠনটির সভাপতি মোহাম্মদ সজীব হোসেন জানান “রোযার সময় ইফতার করানোর যে নেকি সে নেকি পাওয়ার জন্য এ সামান্য চেষ্টা আল্লাহ কবুল করে নেন তাহলে জীবন সার্থক।”

এই ভিন্নধর্মী ইফতার আয়োজনে ১৪০ জনের মধ্যে মাদ্রাসার ছোট ছোট ছেলে মেয়ে ছাড়াও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সদস্যবৃন্দ, এলাকার মুরুব্বি, মাদ্রাসার হুজুর এবং অন্যান্য সংগঠনের সদস্যরা।

এ সময় ইফতার আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘের সদস্যবৃন্দ এবং ন্যাশন আইটি লিমিটেডের স্টাফরা সহ আরও অনেকেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here