বাহারুল ইসলাম বুলবুল, রংপুর থেকেঃ রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীয়া উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক ব্যক্তির দুই স্ত্রী পরস্পরের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় চমক সৃষ্টি হয়েছে।ফলে এক পরিবারে দুই বউ প্রার্থী হওয়ায় রসালো আলোচনার জন্ম দিয়েছে তারা।
ফজলু রহমান জানান, আমার তিন স্ত্রীর মধ্যে আঙ্গুর বেগম প্রথম স্ত্রী, নাজমা বেগম দ্বিতীয় স্ত্রী ও জাহানারা বেগম তৃতীয় স্ত্রী। প্রথম ও দ্বিতীয় স্ত্রী আমার সাথে রয়েছে। তৃতীয় স্ত্রী জাহানারা বেগমকে আলাদা বাড়ী করে দিয়েছি। সেখানেই অবস্থান করছে সে। এবারের নির্বাচনে পাড়া- প্রতিবেশী ও আত্মীয়-স্বজনদের সমর্থনে প্রথম স্ত্রী আঙ্গুর বেগম সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্ডিতা করছে। কিন্তু আমার ৩য় স্ত্রী জাহানারা বেগম আমাদের বাঁধা-নিষেধ সত্বেও সে একাই নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে।