স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জে-০৪ ( মাধবপুর -চুনারুঘাট) আসনে এফআইআর টিভি অনলাইন এর উপদেষ্টা, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় যুবলীগের উপ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ মিসির আলি।
সোমবার ২০শে নভেম্বর বিপুলসংখ্যক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্হাপিত সিলেট বিভাগীয় বুথ থেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন তিনি।
এক এগারো’র বিরুপ সময়ে শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখা এই যুবনেতা রাজপথে আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে বহুবার নির্যাতনেরও শিকার হয়েছেন।
মাধবপুর–চুনারুঘাটের (০৪ আসনের) মানুষের জীবনমান উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মূল সহ অবকাঠামোগত উন্নয়নে তার বিশেষ পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। চা শ্রমিক অধ্যুষিত এই সংসদীয় আসনে চা শ্রমিকদের আয় বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন নিয়ে পাইলট প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি।
শেখ মোহাম্মদ মিসির আলি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যুগোপযোগী ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণে যুবসমাজের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখতে চাই। এজন্যই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইছি। আশাকরি জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়িত করবেন। আওয়ামী পরিবার সহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি।
একনজরে মিসির আলীর অতিথ ও বর্তমানঃ- সিনিয়র সহকারী সম্পাদক at Daily Nawroj-দৈনিক নওরোজ। Works at সাবেক কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ। Works at সাবেক নির্বাহী সম্পাদক সাপ্তাহিক নয়া পদক্ষেপ, Works at সাবেক সভাপতি, শাহজালাল সরকারি কলেজ ছাত্রলীগ, Studied at শাহজালাল সরকারি কলেজ, Works at সাবেক নির্বাহী সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-অতিথের কিছু তথ্য।
বর্তমানে তিনি, বাংলাদেশ আওয়ামী যুব লীগের কেন্দ্রীয় কমিটির “উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক” হিসেবে সম্মানের সহিত দায়িত্ব পালন করছেন।