এফআইআরটিভিঅনলাইনডেস্কঃ এমডি সাগর মির্জা’কে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। অদ্য হতে অত্র চ্যানেলের সকল নিয়মনীতি মেনে সংবাদ প্রেরনের শর্তে স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংবাদ সংগ্রহের কাজে স্টাফ রিপোর্টার সাগর’কে দেশে সর্বস্তরের সকলের সহযোগীতা কামনা করেছেন এফআইআর টিভি অনলাইন এর কর্তৃপক্ষ।