হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নে সৈয়দ আহমদুল হকের সন্তান ও পইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ আওয়ামী লীগে যোগদান করেছেন। এতোদিন নির্দলীয়ভাবে থাকলেও এখন থেকে তিনি রাজনৈতিক আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগে দীক্ষিত হলেন।
বুধবার (২৩ মার্চ) বিকেলে পইল ইউনিয়নে আয়োজিত আওয়ামী লীগের সম্মেলনে সৈয়দ মঈনুল হক আরিফ হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি’র হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে আরিফ বলেন, এতোদিন নির্দলীয় ছিলাম৷ এখন বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক আদর্শ বাংলাদেশ আওয়ামীলীগে যুক্ত হলাম।
উল্লেখ্য, সৈয়দ মঈনুল হক আরিফের পিতা সৈয়দ আহমদুল হক কোন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন না। তিনি হবিগঞ্জ সদর উপজেলার দীর্ঘদিন উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।