এমপি আবু জাহির সুযোগ্য সন্তান ইফাত জামিলের আইন বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন

0
243
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃসিলেট বিভাগের হবিগঞ্জ জেলার (হবিগঞ্জ-৩ আসনের) সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর সুযোগ্য সন্তান ইফাত জামিল আইন বিষয়ে স্নাতকোত্তর (এলএলএম) সম্পন্ন করেছেন। ইংল্যান্ডের ওয়েস্ট মিনিস্টার ইউনিভার্সিটি থেকে তিনি এ ডিগ্রী অর্জন করেছেন। ইফাত জামিল গত সোমবার ইউনিভার্সিটিতে সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন। বর্তমানে তিনি ইংল্যান্ডের ব্রিস্টল ইউনিভার্সিটিতে ‘বার এট ল’ অধ্যয়নরত। এর আগে ইফাত জামিল ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্রীনিচ থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর (এলএলবি) সম্পন্ন করেন।আসন্ন নির্বাচন ও রাজনৈতিক ব্যস্ততার কারণে সন্তানের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি তাঁর পিতা সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির ও মাতা আলেয়া জাহির। উচ্চ শিক্ষার জন্য বিদেশে থাকা ইফাত জামিলের সুস্থতা ও সফলতা কামনায় সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছেন তারা। হবিগঞ্জ জেলার আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীসহ হবিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার শুভাকাঙ্খীরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here