এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ আবারও পিছিয়ে যেতে পারে টুর্নামেন্টটি। এমনই ইঙ্গিত দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান “এহসান মানি”।
করোনাভাইরাসের কারণে গত বছর এশিয়া কাপ মাঠে গড়াতে পারেনি, যেটা চলতি বছরের জুনে অনুষ্ঠিত হওয়ার কথা। এহসান মানি মতে, ভারত যদি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে তাহলে আরও একদফা পিছিয়ে যাবে এশিয়া কাপ।
সংবাদমাধ্যমে বলেন, গত বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটা পিছিয়ে যায়। তার পরিবর্তে টুর্নামেন্টটি এ বছর মাঠে গড়ানোর কথা ছিল। তবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কারণে তা আলোর মুখ দেখবে বলে মনে হচ্ছে না। জুনে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে শ্রীলংকা।
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে হার এড়াতে পারলেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে ভারত। মানি মনে করেন, এমনটা হলে ২০২৩ সালে চলে যাবে এশিয়া কাপ, ‘আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপের সূচি নিয়ে জটিলতা দেখা দেবে। আমি মনে করি না যে টুর্নামেন্টটা (এশিয়া কাপ) সামনে এগিয়ে যাবে। আমাদের হয়তো ২০২৩ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা মাঠে গড়ানোর জন্য।’