নিজস্ব প্রতিবেদকঃ সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার মোঃ নিশারুল আরিফ’র সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব অন্তর্ভূক্ত নব-গঠিত সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, পিপিএম।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে এসএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার’র সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন এবং সাধারণ সম্পাদক ও বৈশাখী টিভি’র সিলেট প্রতিনিধি কামরুল হাসানের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, সহ-সভাপতি মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, নির্বাহী সদস্য মোঃ ইসলাম আলী।
এসময় সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব’র নেতৃবৃন্দ এসএমপি কমিশনারের কাছে কমিটির পরিচিতি উপস্থাপনা করেন এবং পেশাগত দায়িত্ব পালনে পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন। রিপোর্টার্স ক্লাবের কার্যক্রমের খোঁজ-খবর নিয়ে গণমাধ্যম কর্মীদের গঠনমূলক কাজের আহব্বান জানিয়ে সহযোহিতার আশ্বাস দেন এসএমপি কমিশনার।
Wow, marvelous weblog layout! How lengthy have you ever been running
a blog for? you make running a blog glance easy.
The entire glance of your web site is excellent, as
well as the content material! You can see similar here najlepszy sklep