এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু 

0
38
এফআইআরটিভিঅনলাইন ডেস্কঃ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও সমমানের পরিক্ষা আজ হতে আরম্ভ হতে যাচ্ছে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হবে। এসব পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য গত ১২ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত ২১ দিন সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন ও প্রশ্নফাঁস এড়াতে আগামী ২রা অক্টোবর পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে বলেও তিনি জানান ।

ডা. দীপু মনি আরও বলেন, ‘এবারের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। তবে সিলেট ও ‍সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় তা স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।’

শিক্ষামন্ত্রী আরো জানান, এবার পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস  অনুযায়ী ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে কেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইলে পরীক্ষার সেট কোড পৌঁছে যাবে। তিনি স্মার্ট ফোন নয়, ফিচার ফোন সঙ্গে রাখতে পারবেন। তিনি ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here