ঐতিহবাহী ফান্দাউক দরবার শরীফে সৈয়দ আব্দুস সাত্তার (রঃ) ওফাত দিবস পালিত 

0
16

এম এ কাদেরঃ  ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগরের ঐতিহবাহী ফান্দাউক দরবার শরীফের সৈয়দ আব্দুস সাত্তার নকশেবন্দি মোজাদ্দেদী ফান্দাউকী ( রঃ) ওফাত দিবস উপলক্ষে ইছালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৬-ই মে রোজ শনিবার ঐতিহবাহী ফান্দাউক দরবার শরীফে মাজার শরীফ প্রাঙ্গণে ফান্দাউক দরবার শরীফের প্রতিষ্ঠাতা  হুজুর কিবলা ফান্দাউকী রাহঃ এর ওফাত দিবস পালিত হয়েছে।

এতে তালিম তারবিয়ত ও মোনাজাত পরিচালনা করেন, অত্র দরবার শরীফের বর্তমান গদ্দিনিশিন পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ ছালেহ আহমদ মামুন আল-হুসাইনি সাহেব,
মাহফিলে বক্তব্য রাখেন অত্র দরবার শরীফের
সম্মানিত মেজু সাহেবজাদা ও বাংলাদেশ আন্জুমানে যুব খাদেমুল ইসলামের সম্মানিত আমির আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মাইনুদ্দিন আহমদ আল হুসাইনি সাহেব, সেজু সাহেবজাদা ও বাংলাদেশ আন্জুমানে ইসলামি ছাত্র মহলের সম্মানিত আমির আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ আবু বকর সিদ্দিক আল হুসাইনি সাহেব, ছোট সাহেবজাদা ও বাংলাদেশ আন্জুমানে ইসলামি ছাত্র মহলের সম্মানিত নায়েবে আমির মুফতি সৈয়দ বাকের মোস্তাফা আল হুসাইনি সাহেব।

অনুষ্ঠানের শুরুতে খতমে খাজেগান পরিচালনা করেন, ফান্দাউক মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হাফেজ ফয়েজ মোল্লা। এবং উক্ত অনুষ্ঠানে বক্তারা বিভিন্ন ইসলামী দিক নির্দেশনামূলক নসিহত করেন।

এতে অংশগ্রহন করেন, হাজারো মুসল্লী, মুহেব্বিন, তরিকত পন্থিরা।

সর্বশেষ, পীর সাহেব হুজুর দেশ জাতীর কল্যান কামনা করে দোয়া করেন, এবং দোয়ার মাধ্যমে শেষ হয়, উফাত দিবসের মাহফিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here