রায়হান আহমেদ সম্রাট, মাধবপুর (হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী আল-আরাফা ঈদগাঁহ, স্থান ইটাখোলায় পবিত্র ঈদুল আযহার নামাজ বিশাল জামাতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত দু’বছর যাবত সরকারি বিধি নিষেধ মেনে এই বিশাল ঈদঁগাহ-এ ঈদের নামাজ আদায় করা সম্ভব হয়নি। এবার সরকারের করোনা ভাইরাসের বিধি নিষেধ যথাযথ মেনে ঈদগাহ-এ ঈদের নামাজ প্রায় বিশ হাজারের অধিক মুসল্লিদের উপস্থিতিতে নামায অনুষ্ঠিত হয়।
ঈদের নামায আদায়ের লক্ষ্যে ঈদগাঁহ কমিটির সভাপতি ও সায়হাম কটন মিলস্ লিমিটেডের এমডি ইঞ্জিনিয়ার সৈয়দ ইসতিয়াক আহমেদ গত ০৯ জুলাই সরেজমিনে পরিদর্শন করেন।
তিনি আল আরাফাহ ঈদগাঁহ কমিটির সম্মানিত আজিবন উপদেষ্টা ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান স্বপ্নদ্রষ্টা, যিনি দূরদর্শি নেতৃত্বের গুণে গুণান্বিত সিআইপি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল সাহেবের নির্দেশনায় ইঞ্জিনিয়ার সৈয়দ ইসতিয়াক আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র ঈদুল আযহার নামাজ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যে আদায়ের লক্ষ্যে প্রায় ১৪টি গ্রামের প্রায় অর্ধলক্ষ মুসল্লিদের নিরাপত্তায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক, সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ, সিকিউরিটি ফোর্স দ্বারা নিরাপত্তার নিশ্চিত করে একে একে প্রবেশ করবেন মুসল্লিরা, বিশুদ্ধ ওজু পানি ও পান করার জন্য প্রয়োজনীয় সংখ্যাক পানির ট্যাপের ব্যবস্থা, ঈদগাঁহ সুন্দর্য বৃদ্ধি ও আধুনিকায়ন, কাতারের জন্য লাইনের দাগ দেওয়া, পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সার্বিক প্রস্ততি গ্রহণ করেন ঈদগাঁহ পরিচালনা কমিটি।
উল্লেখ্য যে, ২০১৮ সালে সুন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আধুনিকায়নে আল আরাফাহ ঈদগাঁহ এর পুন: সংস্করণ করেন আজিবন উপদেষ্টা ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল সাহেব এবং তিনি ঐবছর পবিত্র ঈদুল ফিতরের জামাতে উপস্থিত মুসল্লিদের সম্মতিতে বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইসতিয়াক আহমেদকে সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেন।
সভাপতির বক্তব্যে বলেন, দিনে দিনে এই ঈদ গাঁয়ের জামাত বড় হচ্ছে, বৃহত্তম জামাতে নামাজ পড়লে দোয়া কবুল হয় এমন আকর্ষণে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন মুসল্লিরা। তাই ঈদগাঁয়ের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হবে। তিনি দেশের মুসলিম উম্মাহ জন্য দোয়া কামনা করেন।
কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল ০৮:০০টায়। সকল মুসল্লিদের পবিত্র ঈদুল আযহার বৃহত্তম জামাতে পরিবারের সকলকে নিয়ে দলে দলে অংশগ্রহণ করে খানায় ভরপুর হওয়ায় তিনি মুসল্লি ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ঈদের নামাযে ইমামতি করেন, মাওলানা কামরুল হাসান।