থামাও ওদের যাদের উঠেছে বিষদাঁত
বিষাক্ত কামড়ে ধরেছে গরিবের হাত
ওদের থামাও।
থামাও তাদের যারা শিং তেড়ে আসে
গুতো মেরে যারা, রাখাল তাড়ায়
ওদের থামাও।
থামাও যারা জোর জুলুম করে
সহজ-সরলদের অধিকার হরণ করে
ওদের থামাও।
থামাও ওদের ভেঙ্গে দাও ঘাড়
সরলা অবলাদের করে অত্যাচার
ওদের থামাও।
থামাও, ভেঙ্গে দাও,ঘুড়িয়ে দাও
যৌতুকলোভীদের যে যেখানে পাও
ওদের থামাও।
থামাও যারা স্বাধীনতার নামে
পণ্য সাজাই অবলাদের হাটে
ওদের থামাও।
থামাও যতসব বিচারী সম্মানের নামে
ঘুষ নেয়, সুবিধা নেয়, বিনম্র চিত্তে
ওদের থামাও।
থামাও যারা ধর্মের নামে ধার্মিক সেজে
লুটছে বিশ্বাস ছড়াচ্ছ অবিশ্বাস
ওদের থামাও।
থামাও! যারা কুকুরের দাঁতে বিষ ঢেলে
ছড়াচ্ছে জলাতঙ্ক সুশীতল ধরা তলে
ওদের থামাও।
থামাও ওরে! ক্ষমতার দাপট,কলমের খোঁচায়
ন্যায়-অন্যায়ের সেতু গড়তে চাই
ওদের থামাও।
থামাও! যারা পাখির হাড়,হরিণের গোশতে
মাস্তি করে,সরকারি সম্পদ হরিলুট করে
ওদের থামাও।
থামাও! হে বীর যুবক,বীরঙ্গনা যুবতী
যতসব অন্যায় আর যত্তসব দুর্নীতি
ওদের থামাও! ওদের থামাও! ওদের থামাও।
লেখক- আনিসুল ইসলাম আশরাফী
সম্পাদকঃ amarsylhet24.com
সিলেট শ্রীমঙ্গল থেকে।
নোট- লেখাটি সমসাময়িক বিভিন্ন অসঙ্গতির উপর ভিত্তি করে লেখা। যা থেকে আজও আমরা উত্তরণের সন্ধান খুঁজে পাইনি বরং একই ধারা আজও বহমান পুরনো রীতি বা নতুন আঙ্গিকে ।