কক্সবাজারের ঈদগাঁওতে ভ্রাম্যমাণ আদালতে ১ লক্ষ ২৬ হাজার টাকা জরিমানা 

0
31

মোঃ ওসমান গনি-ইলি, ঈদগাঁও ( কক্সবাজার) থেকেঃ কক্সবাজারের নবগঠিত ঈদগাঁ উপজেলায় অভিযান পরিচালনা করেন সদর ইউএনও মোঃ জাকারিয়া। ঈদগাঁও ইউনিয়ন দরগাহ পাড়া এলাকায় সরকারি জায়গায় দকল করে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

১২ই সেপ্টেম্বর দুপুর একটা থেকে সন্ধা পর্যন্ত ঈদগাঁও ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান পরিচালনাসহ এলাকায় পরিদর্শন করেন।

সন্ধ্যা ৭ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে উক্ত বাজারে অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা গুনতে হয়েছে ১২৬০০০/- ( এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা।)

যেই সব প্রতিষ্ঠান কে জরিমানা করেছে তা হল- জালালাবাদ ফরাজী পাড়ার রাস্তার মাথায় আব্দুস সালামের গ্যাসের দোকানে ৮০,০০০ /-(আশি হাজার ) বাজারে কিং ফার্মেসিতে ১০,০০০/- (দশ হাজার) , আরাফাত ফার্মেসিতে ১৫০০০/- (পনের হাজার ), এশিয়া ফার্মেসিতে ৮০০০/- (আট হাজার) তাছাড়াও বিভিন্ন যানবাহনকে ১৩০০০/-( তেরো হাজার )টাকা ।

অভিযান পরিচালনায় ছিলেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকারিয়া, সহকারী কমিশনার ভূমি মোঃ জিল্লুর রহমান ও জেলা ড্রাগ সুপার রোমেল মল্লিকসহ
ঈদগাঁও থানার ওসি আব্দুল হালিমের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ও আনসার ব্যাটেলিয়নসহ সংশ্লিষ্ট অনেকেই।

এ বিষয়ে ইউএনও মোঃ জাকারিয়া বলেন, বাজারের শৃংখলা ঠিক রাখতে ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদন বিহীন পন্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ যোগ্যঃ সারাদিনের কাজের স্থির চিত্র (দুপুর ১ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত)ঃ-

১। ঈদগা ইউনিয়নে খাস জমির উপর নির্মীয়মান অবৈধ স্থাপনা উচ্ছেদ।
২। মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের পুনর্বাসনের নিমিত্ত খাস জমি নির্বাচন এবং উপকারভোগী বাছাই।
৩। ইদগড় রোডে বিভিন্ন যানবাহনকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান।
৪। ইসলামাবাদ ইউনিয়নে নির্মিয়মান সেতুর জায়গা সংক্রান্ত জটিলতা নিরসনে সরজমিন পরিদর্শন এবং সমাধান।
৫। ঈদগাঁ বাজারে চারটি প্রতিষ্ঠানকে(১টি গ্যাস সিলিন্ডার দোকান এবং ৩ টি ফার্মেসী) ভোক্তা অধিকার আইন ২০০৯ এবং ড্রাগ এক্ট ১৯৪০ অনুযায়ী বিভিন্ন ধারা লংঘনের দায়ে ১,১৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান।
সার্বিক সহযোগিতা প্রদান করেন সহকারী কমিশনার(ভূমি), উপজেলা প্রকৌশলী, ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঔষধ তত্ত্বাবধায়ক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সহ সংগীয় ফোর্স।

মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মীয়মান ঘর পাইয়ে দিবে বলে কিছু কিছু দালাল শ্রেণির লোকজন টাকা হাতিয়ে নিচ্ছে বলে জনশ্রুতি আছে এমতাবস্থায় কেউ যদি টাকা চায় নিঃসংকোচে তার তথ্য উপজেলা প্রশাসনকে জানানোর অনুরোধ জানাচ্ছি। কথা দিচ্ছি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here