মোঃ ওসমান গনি ইলি,কক্সবাজার থেকেঃ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, কক্সবাজার সদর উপজেলা শাখার আয়োজনে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পূত্র শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধু ও শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিকাল ৩ টায় কক্সবাজার মধ্যম নুনিয়াছড়াস্থ মাদরাসা এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ার মিলনায়তনে সদর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড একরামুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পানি সম্পদ বিষয়ক সম্পাদক জননেতা রাহুল বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক হাজী জসিম উদ্দিন ছিদ্দিকী, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান বাহাদুর, জেলা সদস্য বাবুল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল কবির খান,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, দপ্তর সম্পাদক রশিদুল হক রানা, ঈদগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক এড সাজিদ, ঝিলংজা ইউনিয়ন সাধারণ সম্পাদক তারেক আরমান, পোকখালী ইউনিয়ন সভাপতি মুসলেহ উদ্দীন, চৌফলদন্ডী ইউনিয়ন সভাপতি রবিউল আলম, পিএমখালী ইউনিয়ন যুগ্ম আহবায়ক হেলাল সিকদার,পোকখালী সাংগঠনিক সম্পাদক শওকত আলম প্রমুখ। সভা শেষে প্রধান অতিথিসহ
অন্যান্যরা ক্রীড়া সংগঠন ও শিশু খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং বৃক্ষ রোপন কর্মসূচি উদ্বোধন করেন। মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়। মিলাদ পরিচালনা করেন হাফেজ মাওলানা
সেলিম উল্লাহ।