কবি রাধাপদ সরকারের উপর হামলা ! তীব্র নিন্দা কবি আতিক আজিজের 

0
461
স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে স্বভাবকবি খ্যাত রাধাপদ সরকারের (৮০)ওপর দুস্কৃতিকারী প্রতিবেশী দুই ভাই মোঃ রফিকুল ইসলাম ও কদুর আলী নৃশংস ভাবে হামলা করে আহত করেছে।বাঁশের লাঠি দিয়ে তারা বেদড়ক পিটিয়ে আহত করেছে।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।সেখানে তাঁর চিকিৎসা চলছে।
এঘটনার তীব্র নিন্দা ও প্রকৃত  অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন দৈনিক আজকালের সংবাদ এর ভারপ্রাপ্ত সম্পাদক, জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ( জাপমাস) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কবি সাংবাদিক প্রাবন্ধিক বঙ্গবন্ধু গবেষক আতিক আজিজ এবং একই সঙ্গে তার সুষ্ঠু চিকিৎসারও দাবি জানিয়েছেন আতিক আজিজ।
হাসপাতালে চিকিৎসাধীন কবি রাধাপদ সরকার গনমাধ্যমকে বলেন, ‘রফিকুলের সঙ্গে আমার পূর্বের কোনো শত্রুতা ছিল না। রফিকুলের ভাই কদুর আলীর সঙ্গে ছয় মাস আগে একবার কথা-কাটাকাটি হয়েছিল। সেই প্রতিশোধ নেওয়ার জন্য কদুর আলী তাঁর ভাই রফিকুল ইসলামকে দিয়ে আমার ওপর আক্রমণ করেন। ছয় মাস আগের ওই ঘটনা আমরা ভুলে গিয়েছিলাম। তাঁরা আমাকে একা পেয়ে এভাবে আমার ওপর হামলা চালাবেন, আমি কল্পনাও করতে পারিনি। যেভাবে আক্রমণ শুরু করেছিলেন, এলাকাবাসী না থাকলে সেদিন তাঁরা আমাকে জানেই মেরে ফেলতেন। ভগবানের কৃপায় আমি কোনোরকমে জানে বেঁচে আছি।’
‘স্বভাবকবি’ খ্যাত রাধাপদ সরকার পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন, তবে পড়ালেখা কম হলেও আঞ্চলিক ভাষায় তাঁর লেখা গান ও কবিতাগুলো বিভিন্ন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। রাধাপদ সরকারের নিজের লেখা আঞ্চলিক ভাষায় শতাধিক গান ও কবিতা আছে। নিজের লেখা গান ও কবিতা মানুষকে শুনিয়ে সামান্য উপার্জনে চলে তাঁর সংসার। আঞ্চলিক ভাষায় তাৎক্ষণিক গান, কবিতা ও ছড়া তৈরি করে মানুষকে মুগ্ধ করায় স্থানীয় লোকজন রাধাপদ সরকারকে ‘স্বভাবকবি’ হিসেবে জানেন। তাঁর লেখা ‘কেয়ামতের আলামত জানি কিন্তু মানি না’ কবিতাটি ফেসবুকে ভাইরাল হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here