কয়েকটা দিন পান্তা খাও! -বশির আহমদ

0
54

পানির মাছে আগুন আজি

শাক সবজিতে তাই

দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া

মানুষের হুঁশ নাই!

টাইমের সাথে পাল্লা দিয়ে
বাড়ছে পূণ্যের দাম
একমুঠো ভাত যোগান দিতে
ঝরছে মাথার ঘাম।

পোল্ট্রি খেয়ে গরুর গোস্তের
নিতেন একটু স্বাদ
আজকে তাতে চোখ পড়েছে
যারা চোর হারমাদ।

শ্রমের মূল্যের দাম বাড়েনি
পণ্যে অনেক দর
ইহার জন্য কে গো দায়ী
কোন সে মাতব্বর?

কোরাস কন্ঠে সবাই বলো
“ন্যায্য মূল্য চাই”
একই সাথে আওয়াজ দিলে
কারও রক্ষা নাই!

কয়েকটা দিন সবর করে
খাও গো পান্তাভাত
মজুদদারি হারামখোরের
ভেঙ্গে যাবে হাত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here