এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ বুধবার থেকে যে এক সপ্তাহের লকডাউন দিয়েছে সরকার, করোনাভাইরাসের সংক্রমণ সামাল দিতে সেই সময়ে সব ব্যাংক বন্ধ থাকবে।
সোমবার বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত জানিয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, “সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালীন সাধারণভাবে সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।”
তবে ব্যাংকগুলোর এটিএম বুথ এবং অনলাইন সেবা চালু রাখার ব্যবস্থা নিতে বলা হয়েছে।
চলমান লকডাউনে ব্যাংকগুলো খোলা রয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত।
আর লেনদেনের পরবর্তী আনুষঙ্গিক কাজের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা থাকবে।
সোমবার এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত নানা নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়।
এই সময় সব সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত অফিস এবং আর্থিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হলেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে শিল্প কারখানা চালু রাখার অনুমতি দেওয়া হয়েছে।