করোনার নতুন অমিক্রন ধরন মোকাবিলা টিকা নিয়ে কাজ করছে ফাইজার-যুক্তরাষ্ট্র

0
283

সংবাদমাধ্যম সিএনবিসিকে বোরলা বলেন, অমিক্রন মোকাবিলায় প্রচলিত টিকার কার্যকারিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা গত শুক্রবার থেকে শুরু হয়েছে। পরীক্ষা শেষে যদি দেখা যায় নতুন ধরনটির বিরুদ্ধে টিকা তুলনামূলক কম সুরক্ষা দেয়, তাহলে এর অর্থ দাঁড়াবে, নতুন টিকা তৈরির দরকার রয়েছে।ফাইজারের সিইও জানান, চলতি বছরের শুরুর দিকে একই পরিস্থিতি সামনে এসেছিল। সে সময় করোনার ডেলটা ধরন সারা বিশ্বে বড় ধাক্কা দেয়। আশঙ্কা করা হচ্ছিল প্রচলিত টিকা ডেলটার বিরুদ্ধে কাজ করবে না। এর জের ধরে মাত্র ৯৫ দিনেই নতুন টিকা তৈরি করেন তাঁরা। তবে তা শেষ পর্যন্ত ব্যবহার করা হয়নি।ফাইজারের বর্তমান টিকাকে ডেলটার বিরুদ্ধে ‘খুবই কার্যকর’ বলে আখ্যায়িত করেছেন বোরলা। আশা প্রকাশ করে তিনি বলে, ২০২২ সালেই টিকাটির ৪০০ কোটি ডোজ উৎপাদন করা হবে।

এদিকে সম্প্রতি করোনা চিকিৎসায় মুখে খাওয়া ওষুধ এনেছে ফাইজার। বোরলা বলেন, এই ওষুধ অমিক্রনসহ করোনার অন্য ধরনের সংক্রমণের চিকিৎসায় কাজ করবে বলে ‘খু্বই আত্মবিশ্বাসী’ তিনি।অমিক্রন মোকাবিলায় টিকা নিয়ে কাজ করছে জনসন অ্যান্ড জনসন ও মডার্নাও। সোমবারেই জনসন জানায়, নতুন ধরনটির জন্য টিকা আনতে প্রয়োজন মতো সামনে এগোবে তারা। এর আগে শুক্রবার মডার্না অমিক্রন মোকাবিলায় বুস্টার ডোজ বানানোর বিষয়টি নিশ্চিত করেছিল।

সম্প্রতি আফ্রিকা অঞ্চলে শনাক্ত হয় অমিক্রন। ধারণা করা হচ্ছে, ডেলটাসহ করোনার আগের সব ধরনের চেয়ে এটি অনেক বেশি সংক্রামক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আশঙ্কা, নতুন এ ধরন বিশ্বের জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। এখন পর্যন্ত বিশ্বের ১৩টি দেশে করোনার নতুন ধরন অমিক্রনে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং প্রায় ৪০টির বেশি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here