মোঃ রাজিব তালুকদার, কাঁঠালিয়া ( ঝালকাঠি) থেকেঃ ঝালকাঠি জেলা কাঠালিয়া উপজেলা বানাই বাজার টু ভান্ডারিয়া উপজেলার রাজপাশা বাজারের সাথে সংযোগ সেতুটি না থাকায় ভোগান্তিতে জনগণ। স্থানীয় জনগন ও পথচারী সংবাদকর্মীদের বলেন যে কাঠালিয়া বানাই বাজার ও ভান্ডারিয়া উপজেলার রাজপয়সা বাজারের একমাত্র বন্ধন সেতু হচ্ছে এটি। পূর্বে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে এই সংযোগ সেতুটি নির্মাণ হয়। তবে এখন বর্তমানে জানা যায় যে এই সেতুটি সড়ক ও জনপথ এর অধীনস্থ হয়েছেন।
স্থানীয় অটোর ড্রাইভার কবির জানান পূর্বে যে ষ্টীল সেতুটি এখানে ছিল আমাদের চলাচলে খুব ভোগান্তি হত বিভিন্ন জায়গায় ফাকা হয় বিভিন্ন সময়ে নানান দুর্ঘটনার সম্মুখীন হতে হতো। তবে আমার ধারনা বাঁশের সাঁকোর চাইতে পূর্বের সেতুটি আমাদের ভালো ছিল। কেননা এখন আমরা কোন যানবাহন নিয়ে এপার-ওপার পারাপার করতে পারছি না এবং যে কারণে আমাদের দুই উপজেলার দূরত্ব অনেক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আমাদের এই সংযোগ সেতু টি অতি অতি জরুরী ভাবে কাজ সম্পন্ন করলে আমরা সুবিধা পেতাম।