কাজী ফিরোজ রশীদকে অবিলম্বে তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে হবে-৫৮ শিক্ষকের দাবী………
প্রেস সংবাদঃ ড. আ আ ম স আরেফিন সিদ্দিক সম্বন্ধে সংসদে কাজী ফিরোজ রশীদ এমপির মিথ্যা তথ্য প্রকাশে ক্ষমা চাওয়ার দাবি মিডিয়া এডুকেটরস নেটওয়ার্কের ৫৮ শিক্ষকের বিবৃতি প্রকাশ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে সাংসদ কাজী ফিরোজ রশীদের বক্তব্য মিথ্যা ও উদ্দেশ্যমূলক। তার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে আমরা মর্মাহত ও ক্ষুব্ধ।
গত ৩০ জুন জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী দিনে বক্তব্য রাখার সময় কাজী ফিরোজ রশীদ ড. আরেফিন সিদ্দিকের পিএইচডি ডিগ্রি নেই বলে অসত্য তথ্য প্রদান করেন। প্রকৃত তথ্য হলো, ড. আরেফিন সিদ্দিক ১৯৮৬ সালে ভারতের মহীশুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর পেশাগত প্রশিক্ষণও নেন। বাংলাদেশে সাংবাদিকতার প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রবর্তনের ক্ষেত্রেও তার ভূমিকা অনস্বীকার্য।
কাজী ফিরোজ রশীদ দেশব্যাপী শিক্ষকদের উপর হামলা ও লাঞ্ছনার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে সম্পূর্ণ অপ্রাসঙ্গিকভাবে ড. আরেফিন সিদ্দিককে টেনে আনেন। আমরা মনে করি, শিক্ষকদের উপর হামলার ঘটনার প্রতিবাদ করতে গিয়ে তিনি একজন শিক্ষাবিদ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করে প্রকারান্তরে সমগ্র শিক্ষক সমাজকেই অপমান করেছেন। তাঁর এ ধরনের বক্তব্য শিক্ষকদের উপর চলমান হামলা ও লাঞ্ছনার ঘটনার ধারাবাহিকতা কি না, সেটি খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে।
একই বক্তব্যে কাজী ফিরোজ রশীদ নারীদেরকে নিয়ে বলেন, ‘প্রাইভেট ইউনিভার্সিটির আধুনিক মেয়েদের হাতে এখন চা ও সিগারেট দেখি। তাদের এক হাতে কাপ ও অন্য হাতে সিগারেট। এটা কোন সংস্কৃতি ও কোন শিক্ষা!’
তার উপরোক্ত বক্তব্যও বৈষম্যমূলক এবং নারীদের জন্য অপমানজনক। আমরা মনে করি, চা ও সিগারেট পানের সংস্কৃতি খারাপ হলে সেটি সকলের জন্যই খারাপ। তিনি শুধুমাত্র নারীদেরকে উদ্দেশ্য করে এমন বক্তব্য দিতে পারেন না। আমরা তাঁর এ বক্তব্যেরও প্রত্যাহার এবং ক্ষমা চাওয়ার দাবি জানাই।
পরিশেষে আমরা বলতে চাই, জাতীয় সংসদের মতো স্থানে একজন জনপ্রতিনিধির এমন মিথ্যাচার দুঃখজনক। কাজী ফিরোজ রশীদকে অবিলম্বে তার এ বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে হবে। পাশাপাশি দেশব্যাপী শিক্ষকদের উপর একের পর এক হামলার এ সময়টিতেই তাঁর এ ধরনের বক্তব্য প্রদান উদ্দেশ্যপূর্ণ কি না, সেটিও সরকারকে খতিয়ে দেখতে হবে।
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকবৃন্দ (পদের জেষ্ঠ্যতার ভিত্তিতে নয়)
1. ড. মো. গোলাম রহমান, অধ্যাপক (অ্যাডজান্কট) ও সম্পাদক, জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
2. ড. কাবেরী গায়েন, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
3. ড. মোঃ মফিজুর রহমান, অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
4. মোহাম্মদ আলী আজগর চৌধুরী , অধ্যাপক , যোগাযোগ ও সাংবাদিকতা , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
5. ড. শেখ শফিউল ইসলাম, অধ্যাপক, জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন, গ্রিণ ইউনিভার্সিটি অফ বাংলাদেশ
6. ড. মো. মোজাম্মেল হোসেন বকুল, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়
7. মুহাম্মদ আনওয়ারুস সালাম, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
8. শবনম আযীম, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়
9. শাওন্তী হায়দার , সহযোগী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা , ঢাকা বিশ্ববিদ্যালয়
10. সাবরিনা সুলতানা চৌধুরী, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ঢাকা বিশ্ববিদ্যালয়
11. শাতিল সিরাজ, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়
12. মুহাম্মদ যাকারিয়া, সহযোগী অধ্যাপক , যোগাযোগ ও সাংবাদিকতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
13. তাবিউর রহমান প্রধান, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
14. মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
15. মেহেদী হাসান রাজীব, প্রভাষক, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বিইউপি
16. ফারজানা তাসনিম , সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা, খুলনা বিশ্ববিদ্যালয়
17. ইমরান হোসেন, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়
18. মো রাইসুল ইসলাম , সহকারি অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা , জগন্নাথ বিশ্ববিদ্যালয়
19. শেখ আদনান ফাহাদ , সহাকারী অধ্যাপক, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
20. মৃধা মোঃ শিবলী নোমান, সহকারী অধ্যাপক, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
21. কাজী এম. আনিছুল ইসলাম, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
22. সালমা আহমেদ, সহকারী অধ্যাপক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
23. নাসরিন আক্তার , সহকারী অধ্যাপক , জেসিএমএস, এসইউবি
24. মাহবুবুল হক ভূঁইয়া , সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা , কুমিল্লা বিশ্ববিদ্যালয়
25. সারোয়ার আহমাদ, প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
26. মামুন অর রশিদ, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়
27. জাকিয়া জাহান মুক্তা, প্রভাষক, জার্নালিজম এন্ড মিডিয়া কম্যুনিকেশন, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ
28. সুমাইয়া শিফাত, সহকারী অধ্যাপক , সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
29. মেহনাজ হক, প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
30. আলি আহসান, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
31. মনিরা বেগম , সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ , বরিশাল বিশ্ববিদ্যালয়
32. আমিনা খাতুন , সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা , ঢাকা বিশ্ববিদ্যালয়
33. মোঃ বেলাল হুসাইন , সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
34. মোঃ আসাদুজ্জামান , সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ , ঢাকা বিশ্ববিদ্যালয়
35. মাধব দীপ , সহকারী অধ্যাপক , যোগাযোগ ও সাংবাদিকতা , চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
36. দিলশাদ হোসেন দোদুল , জ্যেষ্ঠ প্রভাষক , মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ
37. মো. রুমান শিকদার, প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
38. ইব্রাহীম বিন হারুন , সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
39. রুবাইয়া জান্নাত , সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা , ঢাকা বিশ্ববিদ্যালয়
40. তানিয়া সুলতানা, সহকারী অধ্যাপক, সাংবাদিকতা এবং গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ
41. নাজমা আক্তার, সহকারী অধ্যাপক, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
42. সঞ্জয় বসাক পার্থ , প্রভাষক , গণযোগাযোগ ও সাংবাদিকতা , বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস
43. শরীফা উম্মে শিরিনা, সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়
44. মোঃ আসাদুজ্জামান , সহকারী অধ্যাপক , যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
45. মোহা. মাহামুদুল হক, প্রভাষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা , বেগম রেকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
46. মো: শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, খুলনা বিশ্ববিদ্যালয়
47. রিফাত সুলতানা, প্রভাষক , জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ , স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ
48. মোহাম্মদ রাশেদুল হাসান, জ্যেষ্ঠ প্রভাষক, সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগ , ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
49. আর রাজী, সহকারী অধ্যাপক, যোগাযোগ ও সাংবাদিকতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
50. অবন্তী মেহতাজ, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
51. অর্ণব বিশ্বাস, সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা , কুমিল্লা বিশ্ববিদ্যালয়
52. মো: উজ্জল তালুকদার , সহকারী অধ্যাপক , গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন , খুলনা বিশ্ববিদ্যালয়
53. মোঃ রহমতুল্লাহ , প্রভাষক , গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ , বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর
54. সামিয়া আসাদী, সহকারী অধ্যাপক, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়
55. মেহনাজ হক, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
56. অবন্তী মেহতাজ, সহকারী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
57. মো. আব্দুল করিম, প্রভাষক, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
58. মাহদী-আল-মুহতাসিম, গণযোগাযোগ ও সাংবাদিকতা, খুলনা বিশ্ববিদ্যালয়