মোঃ আজিজুল হক আজিজ, কুতুবদিয়া (কক্সবাজারে)প্রতিনিধি : কক্সবাজারের কুতুবদিয়া উত্তর ধুরুং ইউনিয়নের আকবর বলীর পাড়ায় বিগত আড়াই বছর পূর্বে ২০২০ সালের ২০ অক্টোবর এলাকার মৃত ফেরদৌসের পুত্র মোঃ ইউনুচ প্রকাশ পেঠান (৩৮) এর পাশ্ববর্তী ধান ক্ষেতে অর্ধ গলিত লাশ উদ্ধার করে পুলিশ,কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরন করে,।তখনই তার চাচা নাজের হোছাইন বাদি হয়ে কুতুবদিয়া থানায় বিগত ২০অক্টোবর/২০ যার মামলা নং ০৪ একটি অপমৃত্যু মামলা রুজু করে।
থানা সুত্রে জানাযায়, ময়নাতদন্ত রির্পোটে- Antemortem Homicidal in nature মতামত প্রদান করায় পরবর্তীতে কুতুবদিয়া থানার মামলা নং-১৫ তারিখ ৩০/০৯/২০২১ ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড হত্যা মামলা রুজু করা হয়। ঘটনা ও ঘটনাস্থলের পারিপার্শ্বিকতায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও ডিজিটাল তথ্য প্রযুক্তির সহায়তায় কুতুবদিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান স্পেশাল টিম গঠন করে ০৯জানুয়ারি(সোমবার) রাত ০২.৩০ ঘটিকার সময় ইপিজেড থানাধীন আকমল আলী পকেট গেইটস্থ ভাড়া বাসা, সিএমপি চট্টগ্রাম এলাকা হইতে কুতুবদিয়া থানার অফিসার ও ফোর্স পরকিয়ার কারণে স্বামী হত্যা মামলার মূল আসামী নাম দিলজাহান(৩৯), স্বামী: মৃত ইউনুস প্রকাশ পেটান, পিতা: মৃত নজির আহমদ, মাতা: জহুরা বেগম, সাং-মনছুর আলী হাজির পাড়া, ০৩ নং ওয়ার্ড, ইউপি উত্তর ধুরুং, থানা- কুতুবদিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করা হয় এবং স্কুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়। গ্রেফতারকৃত আসামী দিলজাহান (৩৯) পরকিয়ার মোহে তার নিজ স্বামী ইউনুসকে খুন করে বলে অকপটে স্বীকার করে এবং সহযোগী আসামীর নাম ঠিকানা সহ ঘটনা সংগঠনের বিস্তারিত প্রক্রিয়া বর্ণনা করে। মামলার ঘটনা সংক্রান্তে উল্লেখিত গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেন এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।