মোঃ আজিজুল হক আজিজ, কুতুবদিয়া (কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়া, দক্ষিণ ধুরুং, হায়দার আলী মিয়াজির পাড়া ইসলামী সমাজ কল্যাণ একতা যুব সংসদের উদ্যোগে ৪র্থ তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দরবার রাস্তা সংলগ্ন মাঠে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া প্রথম অধিবেশনে মহান আল্লাহ ও তার প্রিয়তম হাবিব মানব কূলের মুক্তির দিশারী রাসুল (সাঃ) শান-মান নিয়ে হামদ ও নাতে মোস্তফা (সাঃ) পরিবেশন করেন পান্জেরী শিল্পী গোষ্টি চট্রগ্রাম।
সভাপতিত্ব করেন দ:ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আলা উদ্দীন আল আযাদ। সহ-সভাপতিত্ব করেন, জনাব বেলাল হোছাইন, দুবাই প্রবাসী-হায়দার আলী মিয়াজির পাড়া,দ:ধুরুং।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ:ধরুং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ চৌধুরী। প্রধান মেহমান জনাব,আবু ছাদেক, মোঃ সায়েম সিকদার, প্রভাষক কুতুবদিয়া কলেজ। প্রধান পৃষ্টপোষক জনাব হুমায়ন কবির বাদশাহ প্যানেল চেয়ারম্যান, দ:ধুরুং ইউনিয়ন পরিষদ। প্রধান উপদেষ্টা মাওলানা মাহফুজুর করিম, সুপার দারুল হিকমা আল মালেকিয়া দাখিল মাদরাসা। প্রধান অভিবাবক-সাবেক ছাত্রনেতা সিরাজুল মোস্তাফা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী, দ:ধুরুং।
প্রধান মোফাচ্ছির হিসেবে কোরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন, আর্ন্তরজাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব- হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ, খতিব জিয়া-পার্ক জামে মসজিদ রাজশাহী।
প্রধান আলোচক হিসেবে কোরআন হাদিসের আলোকে তাফসির পেশ করেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও বিশিষ্ট মিডিয়া ব্যাক্তিত্ব হাফেজ মাওঃ ক্বারী মোশতাক আহম্মদ সাহেব, সাবেক খতিব অচিনতলা জামে মসজিদ রাজশাহী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোর্শেদুল মন্নান সাহেব, সুপার আল ফারক আদর্শ দাখিল মাদরাসা। মাওলানা হাফেজ শফিউল আলম নুরী সাহেব, খতিব হায়দার আলী মিয়াজির পাড়া জামে মসজিদ। মাওলানা জহিরুল ইসলাম, খতিব হায়দার আলি মিয়াজির পাড়া পুরাতন জামে মসজিদ।
মাহফিল উদ্বোধক হিসেবে ছিলেন, জনাব কামরুল হাসান সিকদার, সিকদার বাড়ী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ধর্ম প্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো হাজার মুসলিম উম্মাহ ।
পরিশেষে, দেশবাসীর মঙ্গল ও বিশ্ববাসীর শান্তি কামনা করে মুনাজাত করেন মাহফিলের প্রধান মুফাচ্ছির। আখেরি মোনাজাতের আমিন আমিন ধ্বনির মধ্যদিয়ে মাহফিলের কাজ সম্পন্ন হয়েছে।