কুতুবদিয়ায় ঘোষিত দামে মিলছে না এলপিজি সিলিল্ডার গ্যাস ! সিন্ডিকেটের নেপথ্যে কে ?

0
420

আজিজুল হক (আজিজ) কুতুবদিয়া, চট্টগ্রামঃ দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে ১৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সেপ্টেম্বর মাসের জন্য বর্ধিত এ দাম ৩রা সেপ্টেম্বর ঘোষণা করা হয়। এতে ১২ কেজির সিলিন্ডারের দর দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ টাকা। এর আগের মাসে (আগস্ট) এ দাম ছিল এক হাজার ১৪০ টাকা।

যদিও বিইআরসির নির্ধারিত দামে কুতুবদিয়ায় এলপিজি সিলিল্ডার গ্যাস বিক্রি হয় না। বরং বর্তমানে কোম্পানিভেদে ১২ কেজির এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে এক হাজার ৪০০ থেকে এক হাজার ৫০০ টাকায়। এ দাম আরও বাড়তে পারে বলে এরই মধ্যে গ্রাহকদের জানিয়ে দিয়েছেন খুচরা বিক্রেতারা।

এই সিন্ডিকেটে কে কাহারা জড়িত জানতে চায় এলাকাবাসী?

এছাড়া কুতুবদিয়ার সচেতন মহলের লোকদের জোর দাবি, যেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here