আজিজুল হক আজিজ,কুতুবদিয়া (কক্সবাজার)প্রতিনিধিঃ দেশের সকল জেলার ন্যায়,কক্সবাজার জেলার কুতুবদিয়ায় উপজেলায় কুতুবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব ২০২৩ অনুষ্টিত হয়েছে।
উপজেলা শ্রমিকলীগের আহবায়ক ও অত্র বিদ্যালয়ের সভাপতি আব্দু রহিম সিকদার রাসেলের সভাপতিত্বে, প্রধান শিক্ষক মো:ফরিদুল আলমের সঞ্চালনায় বই মেলা ২০২৩ উৎসব অনুষ্ঠান আরম্ভ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জজ মিত্র চাকমা, উপজেলা সহকারী কমিশনার ভূমি। বিশেষ অতিথি অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান কুতুবদিয়া থানা। জনাব মুসলিম উদ্দিন উপজেলা শিক্ষা অফিসার কুতুবদিয়া। জনাব আলহাজ মো.তাহের সাধারণ সম্পাদক কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগ। জনাব সফিউল আলম কুতুবী সভাপতি বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া। জনাব মিজানুর রহমান, রুম টু রেড,ও কুতুবদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রমুখ।
উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে বছরের নতুন বই তুলে দেন।