মোঃ আজিজুল হোক আজিজ , কুতুবদিয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের কুতুবদিয়া ঘিলাছড়ি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মোক্তার আহমেদ (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
৬ জানুয়ারী (শুক্রবার) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার আহমেদ, কৈয়ারবিল ইউনিয়নের ঘিলাছড়ি এলাকার মৃত আব্দু রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বাড়ির কাছে প্রধান সড়কের পাশে দাড়িয়ে ছিলেন তিনি। এ সময় উত্তর দিক থেকে ছুড়ে আসা দ্রুত গতির মোটরসাইকেল আরহী ওই পথচারীকে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই মোক্তার আহমেদের মৃত্যু হয়।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।