বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুছ ছালেক সাহেব এর নেতৃত্বে ৩রা এপ্রিল এসআই(নিরস্ত্র)/মোঃ আব্দুল আলীম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে জোয়ার সরঞ্জামসহ ৮ জোয়ারি’কে আটক করেছেন।
কুলাউড়া থানাধীন ১০নং হাজীপুর ইউপির অন্তর্গত পাইকপাড়া বাজারস্থ আসামী জামিল আহমদ চৌধুরী সাবু এর গাড়ীর গ্যারেজের ভিতর ভিতর জুয়া খেলার আসর হইতে জুয়ারি ১। জামিল আহমদ চৌধুরী সাবু (৩২), পিতা-জলিল আহমদ চৌধুরী, ২। তানু মিয়া (৪২), পিতা-মৃত এমদাদ আলী, উভয় সাং-ভূইগাঁও, ৩। বাছিত মিয়া (৩৫), পিতা-মৃত সোনা মিয়া, ৪। লায়েছ মিয়া (৫০), পিতা-মৃত কনা মিয়া, উভয় সাং-ইটারঘাট, ৫। আলাল মিয়া (৪০), পিতা-আব্দুল হাসিম, সাং-কালারায়েরচর, ৬। জনু মিয়া (৩৫), পিতা-মৃত গনি মিয়া, সাং-চানগাঁও, ৭। জিতু মিয়া (৪০), পিতা-কাবিল মিয়া, সাং-রনচাপ, ৮। তারেক মিয়া (২৭), পিতা-এরশাদ আলী, সাং-দাউদপুর, সর্ব থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারদের জুয়া খেলারত অবস্থায় আটক করেন। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ২০৮ টি তাস এবং নগদ মোট ২০,৫০০/- টাকা উদ্ধার করে জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃত ৮ জনের বিরুদ্ধে কুলাউড়া থানায় জুয়া আইনে একটি মামলা রুজু করা হয়েছে।