এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ সিলেটের কুলাউড়ায় এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
কুলাউড়া থনার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে ১৭ আগস্ট বুধবার এসআই পরিমল চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ০৬নং কাদিপুর ইউপির অন্তর্গত কৌলা যাত্রী ছাউনীর সম্মুখে কুলাউড়া টু মৌলভীবাজারগামী পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মুজিব(২৮), পিতা-মোঃ ইদ্রিস আলী, সাং-কৌলা, ০৮নং রাউৎগাঁও ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক আসামীর হেফাজত হইতে ৩০(ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করিয়া আসিতেছে বলিয়া এলাকায় জনশ্রুতি রহিয়াছে।
আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-২০, তারিখ: ১৭/০৮/২০২২ খ্রিঃ, ধারা-মাদক দ্রব্য নিয়ন্ত্রন দমন আইন ২০১৮ সনের ৩৬(১) টেবিল ১০(ক) রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
সিলেট রেঞ্জের ডিআইজি’র সার্বিক দিক নির্দেশনা ও মৌলভীবাজা পুলিশ সুপার এর নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করায় কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে ।