কুষ্টিয়ায় কোর্ট পাড়া এলাকায় মহসিন আলীর উপরে অতর্কিত হামলা

0
36

সাইফ উদ্দীন আল-আজাদ, কুষ্টিয়া থেকেঃ কুষ্টিয়া সদর উপজেলার ৫নং ওয়ার্ড নতুন কোর্ট পাড়া এলাকার মাহতাবউদ্দিন সড়কে অবস্থিত মৃত শামসুল হক এর পুত্র মো: মহসিন আলী (৩৩) এর বসত বাড়ির জমির সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙ্গে দখল করার চেষ্টা করে একদল সন্ত্রাসী বাহিনী।

গত ২৬শে ফেব্রুয়ারী দুপুর অনুমান ২.০০ ঘটিকার সময় এ ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।সরজমিনে গেলে ভুক্তভোগী মো: মহসিন আলী জানান আমার বসত বাড়ির জমির সীমানা প্রাচীর জোরপূর্বক ভেঙ্গে দখল করার চেষ্টা করতে মিন্টু(৪৮)পিতা-মৃত তাহের,মীর সাইফুল ইসলাম(৪৭)পিতা-মীর জাফর,হান্নান বিশ্বাস(৫৫),উভয় সাং ঈদগাহপাড়া,কোর্টপাড়া, এবং আনোয়ার(৪৫),বাবু(৩৮), বাধন(২৬) সর্ব পিতা হান্নান,সর্ব সাং নতুন কোর্টপাড়া,কুষ্টিয়া সদর,কুষ্টিয়া সহ অজ্ঞাত নামা ১০/১৫ জন সঙ্গবদ্ধ হয়ে আমার বসত বাড়িতে প্রবেশ করে এসময় মিন্টু আমাকে হুমকি দিয়ে বলে তোকে হত্যা করবো যদি জমি দখল ও সীমানা ভাঙ্গতে বাঁধা প্রদান করিস, অত:পর আমি তাদের আমার জমীর সীমানা প্রাচীল ভাঙ্গতে বাধা দিলে মিন্টু তার দলবল নিয়ে মীর সাইফুল ও হান্নান বিশ্বাস লোহার রড এবং দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে আমার উপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি ভাবে মারধর করে রক্তাক্ত কালশিরা জখম করে,তখন আমি মাটিতে পরে গেলে আনোয়ার আমার বুকের উপর পা দিয়ে চেপে ধরে রাখে এরপর মিন্টু ও বাবু আমার গলা চেপে ধরে শাঁস রোধ করার চেষ্টা করে তখন আমি আমার সর্বোচ্চ শক্তি দ্বারা স্বরগোল করলে চিৎকারের শব্দ শুনে আমাকে আমার প্রতিবেশী উদ্ধার করেন। এদিকে মো: মহসিন আলীকে গুরুতর জখম অবস্থায় কুষ্টিয়া সদর হসপিটালে ভর্তি করা হয়।হাউজিং এস্ট্রিট কুষ্টিয়া সদর এলাকাবাসী মাসু,পিতা-মৃত মুনসুর আলী, মো: আলিম,পিতা-খোকন,সবুজ আহম্মেদ,পিতা-ছাদ আহম্মেদ সহ অসংখ্য প্রত্যক্ষদর্শী জানান মো: মহসিন আলী সহ তার পুরো পরিবারকে দীর্ঘদিন ধরে ভূমিদস্যু মিন্টু,মীর সাইফুল,হান্নান বিশ্বাস, আনোয়ার ও বাবু সহ অসংখ্য মাদক ব্যবসায়ীগণ বাসার উপরে এসে অবৈধভাবে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গায়ের জোর খাটিয়ে জমিদখল করার পায়তারা করে আসছে,আমরা এলাকাবাসী মো: মহসিন আলীর চিৎকার শুনতে না পারলে হয়তো মহসিন আলীকে ঐসকল ভূমিদস্যু প্রাণেই মেরে ফেলতো। এছাড়াও মহসিন আলীর পরিবার জানান সন্ত্রাসী ভূমিদস্যু ও মাদকব্যবসায়ী মিন্টু, মীর সাইফুল,হান্নান সহ যারা আমাদের নিজ বাড়িতে এসে সন্ত্রাসী কর্মকান্ড ঘটিয়েছিলো সকলের বিরুদ্ধে ইতিমধ্যে কুষ্টিয়া সদর থানায় -১৪৩/৪৪৭/৩২৩/৩০৭/৫০৬ ধারায় ১১৪ পেনাল কোড রুজু করে মামলা দায়ের করা হয়েছে,যার মামলা নং-০৫। এদিকে পুরো এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। দিনেদুপুরে লোক সম্মুখে মো: মহসিন আলীকে জখম করে তার পরিবারের সকলকে হত্যা করে গুম করে দেওয়ার হুমকি প্রদান করে মামলার আসামীরা। এলাকাবাসী ও মহসিনের পরিবারের দাবী অনতিবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি ও তদন্ত ওসির অধিনে মামলার সর্বশেষ আপডেট জানতে চাওয়ায় সাব ইন্সপেক্টর সুফল সরকারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান মামলার তদন্ত চলমান রয়েছে ও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি,মামলার তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here