কুষ্টিয়ার জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর দিবস পালিত

0
225

সাইফ উদ্দিন আল-আজাদ, কুষ্টিয়া থেকেঃ কুষ্টিয়ার জেলা প্রশাসনের উদ্যোগে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়, জেলা প্রশাসকের সভাকক্ষে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আখতার। আলোচনা সভায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জিপি এডভোকেট আ স ম আখতারুজ্জামান মাসুম, ডেপুটি কমান্ডার হাজী রফিকুল আলম টুকু, জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, কুষ্টিয়া প্রেসক্লাব-কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন মুজিবনগর সরকার মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার বাতিঘর। বঙ্গবন্ধুর ডাকে সেদিন যারা মুজিবনগর সরকারে যোগ দিয়েছিলেন এমএলএসএস থেকে সর্বোচ্চ পদ পর্যন্ত তাদের কে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জেলা শিক্ষা অফিসারের বক্তব্যের প্রেক্ষিতে বলেন মুজিবনগর দিবসে শুধু মুজিবনগর উপজেলা নয় সারা বাংলাদেশ যেনো ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস হিসেবে ছুটি পায় এই সভা থেকে সেই প্রস্তাব পাঠানো হবে। তিনি নতুন প্রজন্মকে মুজিবনগর সরকার সম্পর্কে জ্ঞান অর্জনের আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here