কুড়িয়ে পাওয়া প্রায় অর্ধলক্ষ টাকার স্বর্ণালংকার ফিড়িয়ে দিলেন প্রকৃত মালিকের কাছে সাংবাদিক জসিম

0
418

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউ/পির দেওগাও গ্রামের ফুল মিয়ার পুত্রবধুর প্রায় অর্ধলক্ষ টাকার স্বর্ণালংকার হারিয়ে যায় গত ১লা অক্টোবর রোজ শুক্রবার। তারপর ওনারা বিভিন্ন ভাবে বিভিন্ন স্থানে খোজাখোজি করেন। বিষয়টি জানাজানি হয় এলাকায়। আর ৫ই অক্টোবর রোজ মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ টার দিখে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউপির কাশিমপুর গ্রামের মৃত আঃ শহিদের ছোট ছেলে সিনিয়র সাংবাদিক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মাধবপুর উপজেলা কমিটির সদস্য সচিব, জাতীয় দৈনিক, অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত মোঃ জসিম উদ্দিন স্বর্ণালংকার গোলো রাস্তায় কুড়ে পায়। তারপর ফুল মিয়ার বাড়ির স্বর্ণালংকার হারিয়েছে খবর পেয়ে তাদের কে খবর দেয় যে স্বর্ণালংকার এর পরিপুর্ন বিবরন দেওয়ার জন্য। বিষয়টি জেনে ফুল মিয়া সাংবাদিক মোঃ জসিম উদ্দিনের সাথে দেখা করে পরিপূর্ন বিবরন দেন। তারপর সাংবাদিক জসিম উদ্দিন স্বশরিরে তাদের বাড়িতে উপস্থিত হয়ে স্বর্ণালংকার গোলো ফিরত দিয়ে আসেন। এতে এলাকার সবাই সাংবাদিক মোঃ জসিম উদ্দিন কে বাহাবা দেন এবং ওনার নেক হায়াত কামনা করে দোয়া করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here