কৃষক হত্যা দিবস উপলক্ষে ফাইতং আলোচনা সভা ও দোয়া মাহফিল

AK tv

0
260

চট্রগ্রাম প্রতিনিধিঃ “১৫মার্চ কৃষক হত্যাদিবস” উপলক্ষে বান্দরবানের লামায় ফাইতং ইউনিয়ন কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামাত জোট সরকারের আমলে ১৯৯৫ সালের মার্চ মাসে সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন শহীদ কৃষকের স্বরণে এই আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। (১৫ মার্চ ২২ইং) মঙ্গলবার সন্ধায় ৭টায় টায় ফাইতং বাজার বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়।

আলোচনা সভা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জুবাইরুল ইসলাম জুবাইরের সভাপতিত্বে, এবং কৃষকলীগের সাধারণ সম্পাদক জয়নাল উদ্দিন সঞ্চালনায় মাধ্যমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগের আহবায়ক,ও সাবেক ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন কোম্পানি, সাবেক দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন বিপ্লব, ফাইতং বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ইমাম, আবু বকর ইউনিয়ন কৃষকলীগ সদস্য, আবুল কাশেম, সালা মাং মার্মা,৫নং ওয়ার্ড কৃষকলীগের সাবেক সভাপতি রুস্তম আলী, ৭নং ওয়ার্ড সাবেক সভাপতি ছৈয়দ নুর সহ দলীয় নেতৃবৃন্দ
প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথিরা বক্তব্যে বলেন, উল্লেখ্য,
১৯৯৫ সালে সার কিনতে গিয়ে বিএনপি-জামাত জোট সরকারের কর্তৃক ১৮ জন কৃষককে নির্মমভাবে হত্যা করা হয়।

ফাইতং ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মুহাম্মদ জুবাইরুল ইসলাম জুবাইর বলেন, বর্তমান সরকার কৃষকদের ন্যায্যমূল্যে সারসহ কৃষি উপকরণ সরবরাহ করছে। অথচ জোট সরকারের আমলে সারের জন্য কৃষকদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। কৃষকদের নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে বর্তমান কৃষক বান্ধব সরকারের সকল উন্নয়ন প্রকল্পের বরাদ্দ যাতে কৃষকরা সমানভাবে পায় এজন্য কৃষক নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here