কেউ যদি হতো আমার আপন
আমার চোখের মুখোমুখি হবার আগেই
বুঝে নিতো না বলা কথার অর্থ।
কেউ তো ভাবুক আমার জন্য !
আমার কান্না মুছে ফেলার অনুরোধে
আমায় হাসতে বলুক।
বলুক নিজের মত বাঁচতে শিখো।
লুকিয়ে রাখার দরকার নাই।
আয়নায় আসল চেহারা দেখো।
বলুক আমায় কষ্টের চেহারা কুৎসিত
তবুও সেই সত্য প্রকাশ বড়ই সুন্দর
লুকিয়ে রাখার জন্য চাপ নিয়ো না
সে বলুক আমায়, কষ্ট অনেক সুন্দর
কষ্টই তোমার প্রেম, আমার আপন জন।